এই টিউটোরিয়ালটি ফটোশপ ইলাস্ট্রেটর এর মিশ্র ডিজাইন শেখার জন্য অন্যতম হবে। এখানে দেখানো হয়েছে ক্রেস্ট ডিজাইন-এর মাধ্যমে ফটোশপের কম রেজুলেশন সম্বোলিত ছবি কে কিভাবে খুব সহজেই ভেক্টর ইমেজ তৈরী করা যায়? আরো দেখানো হয়েছে কিভাবে ডিজাইনকে আরো সৃজনশীল করে তোলার উপায়।
গ্রাফিক্স ডিজাইন-এ কালার খুব গুরুত্বপূর্ণ অধ্যায় ফ্ল্যাট কালারের পাশাপাশি কালার সংমিশ্রণও শিখতে হবে এ টিউটোরিয়ালে অত্যান্ত সহজ ভাবে গ্রাডিয়েন্ট এর লাইনার ও রেডিয়াল অপশনে কিভাবে কাজ করতে হবে ব্যাখ্যা করা আছে। এটা ধারাবাহিক পর্ব -1 মনোযোগ সহকারে দেখুন গ্রাডিয়েন্টের প্রথমিক ধাপ শিখে নিন। আমার সরাসরি ছাত্রছাত্রীদের জন্য এই ক্লাসটি নেওয়া হয়েছিল সুতরাং সম্বোধন জনিত কোন ভূল হলে ক্ষমা প্রার্থী। আর পরের পর্ব দেখার জন্য বেল বাটন ও সাবস্ক্রাইব বাটন চেপে রাখুন।
সোমবার, ১২ জুন, ২০১৭
ফোন তুলে ''Hello'' সবাই বলে ‘কিন্তু কেন ?.কেউ কি জানেন এই ‘হ্যালো’ বলারপ্রকৃত মানে কি ?.কোথা থেকে এই ‘হ্যালো’ বলা শুরু ??.‘হ্যালো’ একটা মেয়ের নাম। পুরো নাম মার্গারেট হ্যালো ( MargaretHello)। তিনি আর কেউ নন – বিখ্যাত বিজ্ঞানী আলেক্সান্ডার গ্রাহাম বেল এর গার্লফ্রেন্ড। গ্রাহাম বেল হলেন টেলিফোনের আবিস্কারক।আবিস্কারের পর তিনি প্রথম পরীক্ষামূলক ভাবে ফোন দেন তার গার্লফ্রেড কে এবং যে কথাটি বলেন তা হচ্ছে – ‘হ্যালো’। কিন্তু 'হ্যালো' হল তার নাম।.সেই থেকেই ‘হ্যালো’ বলে ফোনে কথা বলার প্রচলন শুরু।মানুষ গ্রাহাম বেলকে ভুলে যেতে পারে, কিন্তু তার ভালোবাসার মানুষটিকে নয়। আজও মানুষ ফোনে প্রথম কথায় আবিষ্কারকের প্রথম কথাটি বলে নিজের অজান্তেই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আসছেন।
ম্যার্গারেট হ্যালো ও আলেকজেন্ডার টেলিযোগাযোগের অগ্রগতি আবিষ্কারের শুরুতে আবিষ্কারকের প্রচেষ্টা